‘৭ নভেম্বরের চেতনা ও ছাত্র-জনতার বিপ্লব একই সূত্রে গাঁথা’
ঐতিহাসিক ৭ নভেম্বর স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আধিপত্যবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে সিপাহী জনতার সফল বিপ্লব সংঘটিত হয়েছিল। সেদিন প্রতিষ্ঠা হয়েছিল জনগণের ভোট ও ভাতের অধিকার। একদলীয় শাসনের পরিবর্তে এ দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করেছিল। তাই ৭ নভেম্বরের চেতনা ও ২০২৪ এর ছাত্র-জনতার বিপ্লব একসূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন রোম মহানগর বিএনপির নেতারা।
শুক্রবার (৮ নভেম্বর) রোম মহানগর বিএনপি, সেন্তসেল্লে শাখা আয়োজিত ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
বক্তারা বলেন, গত ৫ আগস্ট দেশের মানুষ স্বৈরাচারকে সমূলে উৎখাত করেছে। দেশে এখন গণতন্ত্র ও দেশের মানুষকে পূর্ণভাবে স্বাধীনতার স্বাদ দিতে প্রয়োজন গণতান্ত্রিক সরকার।
রোম মহানগর বিএনপি, সেন্তসেল্লের সভাপতি মজিবর সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল খান লিটনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, ইতালি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন।
এ ছাড়া সভায় বিশেষ অতিথি ছিলেন, রোম মহানগর বিএনপির সভাপতি ও ইতালি বিএনপির সহসভাপতি হুমায়ূন কবির এবং রোম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও ইতালি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন, রোম মহানগর বিএনপি, সেন্তসেল্লে শাখার সিনিয়র সহসভাপতি সুমন ইসলাম। এ ছাড়াও বক্তব্য রাখেন আয়োজক সংগঠন ও ইতালি বিএনপির সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিকসহ দলের সিনিয়র নেতারা এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, রোম মহানগর বিএনপি, শ্রমিকদল, বিভিন্ন অঞ্চলের জাতীয়তাবাদী সংগঠন ও ফোরামসহ প্রভিন্স কমিটির নেতাকর্মীরা।
মন্তব্য করুন