বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

হোয়াটসঅ্যাপে ছবির উৎস যাচাইয়ে আসছে নতুন ফিচার

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বার্তা, ছবি আদান প্রদানের পরিমাণ। যার মাধ্যমে ছড়িয়ে যায় গুজব বা আতঙ্ক। গুজব বা আতঙ্ক রোধেই হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন ফিচার। 

ইন্ডিয়া টুডে প্রতিবেদনে তথ্য অনুসারে, হোয়াটসঅ্যাপে অন্যদের পাঠানো ছবি উৎস মুহূর্তেই যাচাই করতে পারবেন ব্যবহারকারীরা। এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ চালু থাকা অবস্থাতেই গুগলে সার্চের মাধ্যমে ছবির উৎস খুঁজে বের করতে পারবেন। যার মাধ্যমে ছবিটি আগে কখনো অনলাইনে প্রকাশ হয়েছে কি না, তা সহজে জানা যাবে। 

হোয়াটসঅ্যাপে নতুন  ফিচারটি চালু  হলে ব্যবহারকারীরা সহজেই অন্যদের পাঠানো ছবির উৎস জানতে পারবেন। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো নিয়ন্ত্রণ করা যাবে বলে ধারণা করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, অন্যদের পাঠানো ছবির উৎস যাচাইয়ের জন্য প্রথমে চ্যাট বক্সে থাকা নির্দিষ্ট ছবিতে ক্লিক করে ৩টি ডট মেন্যু অপশনে ট্যাপ করতে হবে। এরপর সার্চ অন ওয়েব অপশন নির্বাচন করলেই একটি রিভার্স ইমেজ সার্চ সুবিধা চালু হবে। সেখানেই ছবির উৎস বা ছবিটি এর আগে কবে ও কোনো ওয়েবসাইটে প্রথম প্রকাশিত হয়েছে, তা জানা যাবে। শুধু তা-ই নয়, ছবিটি সম্পাদনা করা হয়েছে কি না, তা-ও জানা যাবে। কয়েক সপ্তাহের মধ্যে সুবিধাটি চালু হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের আইটি ফার্ম সফটনার্সারির সঙ্গে যুক্ত হলো ওয়াশিংটন ডিসি সরকার

সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনার দেশত্যাগে নিষেধাজ্ঞা

উপদেষ্টা প্যানেলে আওয়ামী দোসরদের পুনর্বাসন করা হচ্ছে : আবু হানিফ

তারেক রহমানের জন্মদিনের অনুষ্ঠান করবে না বিএনপি

ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মাহি, সম্পাদক মোতাহার

বাইডেনকে ইস্তফা দিয়ে কমলাকে প্রেসিডেন্ট করার প্রস্তাব আমেরিকায়