ঢাবিতে বিপ্লবী ছাত্র পরিষদের কমিটি ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ৯ সদস্য বিশিষ্ট বিপ্লবী ছাত্র পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে। সানোয়ারা খাতুনকে আহ্বায়ক এবং মুহিব মুশফিক খানকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করা হয়।
সোমবার (১১ নভেম্বর) বিকালে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান এ কমিটি অনুমোদন করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েত উল্লাহ্, নিয়াজ আহমদ ও মো. শোয়াইব। সহকারী সদস্য সচিব আব্দুল আহাদ আল মাহমুদ ও মাহমুদ হাসান মারুফ, সদস্য আন্দালিব ইয়াসিন ও মো. ওয়াহেদুল ইসলাম।
এক বিবৃতিতে কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান বলেন, আগামী ছয় মাসের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি বিশ্ববিদ্যালয় শিক্ষা সংস্কার, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন ও রাষ্ট্র-সমাজ সংস্কারের তত্ত্ব ও প্রায়োগিক কৌশল উদ্ভাবনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে কাজ করবে।
নেতারা আরও বলেন, বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি আসন্ন ডাকসু নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যকে সামনে রেখে ছাত্রদের মধ্য থেকে সদস্য সংগ্রহ করে প্যানেল গঠনে জোর তৎপরতা চালাবে।
বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিপ্লবী ছাত্র পরিষদে যোগ দিয়ে রাষ্ট্র ও সমাজ পুনর্গঠনে নেতৃত্ব দিতে আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন