অভিনয়ে ফিরলেন রাসেল-নমিরা
নাট্যাঙ্গনের প্রিয় দুই মুখ ইউসুফ রাসেল ও তাশদিক নমিরা আহমেদ। ব্যক্তিগত কারণে ইউসুফ রাসেল দুই বছর এবং নমিরা চার বছর অভিনয় থেকে দূরে ছিলেন। বিরতির পর তারা দুজন আবারও অভিনয় অঙ্গনে ব্যস্ত হয়ে উঠেছেন।
মুরাদ পারভেজ পরিচালিত প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘স্মৃতির আল্পনা আঁকি’তে তারা দুজন আবারও একসঙ্গে অভিনয় করছেন।
অভিনয়ে ফেরা নিয়ে তাশদিক নমিরা আহমেদ বলেন, “মুরাদ পারভেজ আমার পুরোনো ভাই-বন্ধু। তার সঙ্গে আমার কাজের বোঝাপড়া চমৎকার, যে কারণে তার নির্দেশনায় কাজ করতে ভালো লাগে। তিনি ভীষণ যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন। আমাদের পরিকল্পনা আছে আগামীতে আরও কাজ একসঙ্গে করার। ‘স্মৃতির আল্পনা আঁকি’তে আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। আমি ভীষণ উপভোগ করছি।”
নতুন কাজ নিয়ে ইউসুফ রাসেল বলেন, ‘দুই বছর ব্যক্তিগত কারণে আমি অভিনয় থেকে দূরে ছিলাম। তবে মঞ্চে ও বিজ্ঞাপনে আমি নিয়মিত ছিলাম। যেহেতু আবারও টিভি নাটকে কাজ শুরু করেছি, আশা করছি এখন থেকে নিয়মিত অভিনয় করব।’
এর আগে মুরাদ পারভেজের পরিচালনায় তারা দুজন ধারাবাহিক নাটক ‘রেডিও জকি’তে জুটি হয়ে কাজ করেছিলেন। আবার লুৎফুন্নাহার মৌসুমীর ‘জয়িতা’ নাটকেও দুজন একসঙ্গে অভিনয় করেছিলেন।
মন্তব্য করুন