প্রথম হ্যান্ডবল প্রশিক্ষক সম্মেলন
বাংলাদেশ হ্যান্ডবল কোচেস অ্যাসোসিয়েশনের (বিএইচসিএ) হ্যান্ডবল প্রশিক্ষক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, সহসভাপতি মো. হাসানউল্লাহ খান রানা এবং এভারেস্ট ফার্মাসিটিক্যাল লিমিটেডের পরিচালক মোহাম্মদ মজনু মোল্লা। ২৪৪ জন সাধারণ সদস্যের মধ্যে ১৮২ জন উপস্থিত ছিলেন।
সাধারণ পরিষদ সভায় অ্যাসোসিয়েশনের প্রস্তাবিত গঠনতন্ত্র নিয়ে প্রাণবন্ত আলোচনা ও সর্বসম্মতিতে প্রস্তাবিত গঠনতন্ত্র অনুমোদিত হয়। সম্মেলনের দ্বিতীয় ভাগে অনুমোদিত গঠনতন্ত্রের আলোকে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপস্থিত সাধারণ পরিষদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণে ডিজিটাল ভোটিং পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারশনের সহকারী সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান।
এই কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন এবং বাংলাদেশ হ্যান্ডবল কোচেস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি জেসমিন খান পপি। বিএইচসিএ নির্বাচন শেষে নির্বাচন কমিশন বাংলাদেশ হ্যান্ডবল কোচেস অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।
নবনির্বাচিত অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের তালিকা
সভাপতি : মো. নাসির উল্লাহ লাবলু
সহসভাপতি : মো শফিকুল ইসলাম (জামালপুর), মো. আল হক উর রহমান নান্টু (কিশোরগঞ্জ) ও মো. মাছুদুর রহমান চুন্নু (ফরিদপুর)
সধারণ সম্পাদক : মো. কামরুল ইসলাম (ঢাকা)
অর্থ সম্পাদক : সোহেল আহম্মেদ (চট্টগ্রাম)
যুগ্ম সম্পাদক : মো. আমজাদ হোসেন (ঢাকা), মো. দিদার হোসেন (মানিকগঞ্জ) ও ডালিয়া আক্তার (ঢাকা)
কার্যনির্বাহী সদস্য : মো. নাহারল কাউসাইন (কুষ্টিয়া), মো. কামরুজ্জামান (ঢাকা) ও অশিক ইকবাল হোসেন শুভ (ঢাকা)
আঞ্চলিক সদস্য : মো. আক্তারুজ্জামান আউয়াল (জামালপুর) ময়মনসিংহ অঞ্চল, মুশফিকুল আহসান নবিন (মাদারীপুর) বরিশাল অঞ্চল, মো. আসলাম হোসেন (দিনাজপুর) রংপুর অঞ্চল, মো. রাশিদুল হাসান (সিলেট) সিলেট অঞ্চল, সালাউদ্দিন রিজন (চাঁপাইনবাবগঞ্জ) রাজশাহী অঞ্চল, মো. হায়দার আলী (চট্টগ্রাম) চট্টগ্রাম অঞ্চল, মো. তৌহিদুর রহমান সোহেল (যশোর) খুলনা অঞ্চল ও মো. ফয়সাল (ঢাকা) ঢাকা অঞ্চল এবং নারী সদস্য লিপি বেগম (ঢাকা)।
মন্তব্য করুন