স্কুল হ্যান্ডবল ফাইনাল কাল
তাসমেরী এন্ড কোম্পানি’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘তাসমেরী অনূর্ধ্ব-১৮ স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৪’ এর সমাপনী অনুষ্ঠান আগামীকাল।
পল্টনের শহীন (ক্যাপ্টেন) এম এনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক মাস্টার দাবাড়ু মিসেস রানী হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন।
বালকদের ইভেন্টে দিনের প্রথম সেমি ফাইনালে সকাল ১০টায় সানিডেইলের বিপক্ষে খেলবে সেন্ট গ্রেগরি হাইস্কুল। অপর সেমিতে সকাল ৯টায় নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে খেলবে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল।
বালিকা বিভাগে সকাল ১০টায় ভিকারুননিসা নূন স্কুলের মুখোমুখি হবে শহীদ বীর উত্তম লে. আনোয়ার কলেজ। সকাল ১১টায় শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের মুখোমুখি হবে সানিডেইল। দুই বিভাগ থেকে জয়ীদের নিয়ে হবে ফাইনাল। বালকের ইভেন্টের ফাইনাল দুপুর আড়াইটায় আর বালিকা ইভেন্টের ফাইনাল সাড়ে ৩টায়।
মন্তব্য করুন