বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

ইয়েমেনে ইঙ্গো-মার্কিন বাহিনীর যৌথ বিমান হামলা

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের নিশানা করে একাধিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য। মার্কিন ড্রোন ভূপাতিত করার জবাবে এ হামলা চালানো হয়েছে। 

সোমবার (১১ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

আল মাসিরাহ টিভি জানিয়েছে, মার্কিন ও যুক্তরাজ্যের বাহিনী ইয়েমেনের আমরান ও সাদা গভর্নরেটে একাধিক বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী ইয়েমেন থেকে ছোড়া প্রজেক্টাইল ভূপাতিত করার পর এমন তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে হামলার কথা বলা হলেও এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে ইয়েমেনের হুতি বিমান প্রতিরক্ষা বাহিনী উত্তর ইয়েমেনের আল-জাফ গভর্নরেটে একটি আমেরিকান এমকিউ-৯ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। গত শুক্রবার দিনের শুরুতে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় আকাশে হুতি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি মার্কিন ড্রোন ভূপাতিত হচ্ছে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি মার্কিন প্রতিরক্ষা বাহিনী, বিষয়টি তা তদন্ত করে দেখছে বলেও জানানো হয়। যদিও রাতের ভিডিওতে স্পষ্ট নয় হুথিরা ঠিক কী ধরনের বিমান ধ্বংস করেছে। 

হুতিদের কাছে বেশ কয়েক ধরনের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে যা বিমান ভূপাতিত করতে ব্যবহার করা হয়। পশ্চিমা দেশগুলোর অভিযোগ ইরান এসব ক্ষেপণাস্ত্র দিয়ে সাহায্য করছে, যদিও বরাবরই তেহরান এমন অভিযোগ অস্বীকার করে আসছে। গাজা যুদ্ধের শুরু থেকেই লোহিত সাগরে পশ্চিমা জাহাজা ও সামরিক ড্রোনের ওপর হামলা চালিয়ে আসছে হুথিরা। 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের আইটি ফার্ম সফটনার্সারির সঙ্গে যুক্ত হলো ওয়াশিংটন ডিসি সরকার

সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনার দেশত্যাগে নিষেধাজ্ঞা

উপদেষ্টা প্যানেলে আওয়ামী দোসরদের পুনর্বাসন করা হচ্ছে : আবু হানিফ

তারেক রহমানের জন্মদিনের অনুষ্ঠান করবে না বিএনপি

ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মাহি, সম্পাদক মোতাহার

বাইডেনকে ইস্তফা দিয়ে কমলাকে প্রেসিডেন্ট করার প্রস্তাব আমেরিকায়