বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

উপদেষ্টা প্যানেলে আওয়ামী দোসরদের পুনর্বাসন করা হচ্ছে : আবু হানিফ

অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আওয়ামী সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ ও ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে বিক্ষোভ সভা করেছে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র-জনতা। 

সোমবার (১১ নভেম্বর) বিকেল ৪ টায় জাতীয় প্রেস ক্লাবের এই বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সভা শেষে প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল শুরু করে মৎসভবনের সামনে গিয়ে শেষে হয়।

বিক্ষোভ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের নেতা আবু হানিফ, সাবেক এই ছাত্র নেতা বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত এই সরকার, এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু এই উপদেষ্টা প্যানেলে আমরা দেখেছি আওয়ামী সুবিধাভোগীরা ঢুকে যাচ্ছে, একটা গোষ্ঠী উপদেষ্টা প্যানেলে আওয়ামী দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছে। 

আবু হানিফ বলেন, এই অর্ন্তবর্তী সরকারের উচিত হবে, যেকোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অংশীনদের সাথে আলাপ করে নেওয়া। সরকারের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না, যাতে করে দেশের মানুষ সরকারের বিপক্ষে রাস্তায় নামে। আমরা দেখতে পাচ্ছি একটা গোষ্ঠী শহীদ পরিবারদের নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, তাদের বলব আপনারা এটা করবেন না, এই শহীদরা দেশের সবার তারা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের না। 

তিনি বলেন, দেশের গণমাধ্যম এখনো স্বাধীন না, একটা গোষ্ঠী আড়াল থেকে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, দেশে যা ঘটে তাই তুলে ধরতে হবে। 


ছাত্র-জনতা কর্তৃক আয়োজিত আজকের প্রতিবাদ সভার সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন তার বক্তব্যে বলেন, প্রধান উপদেষ্টা আপনি একজন অশীতিপর ৮৫ বছরের বৃদ্ধ, আপনাকে একটা সিন্ডিকেট ঘিরে রেখেছে। আপনি একটি বিশেষ টিমের মাধ্যমে মনিটরিং করুণ, যারা আসলে ভালো মানুষ তাদের দ্বারা । আপনার বাড়ি হতে আমার বাড়ির দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। আমি কিন্তু হাটহাজারী তথা চট্টগ্রামের মানুষ হয়েও এবং ২৪ এর আন্দোলনের একজন হয়েও কখনো অভ্যুত্থান পরবর্তী কোন দপ্তরে যাইনি আপনার সম্মান রক্ষার জন্য।

সভায় সঞ্চালনা করেন ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র-জনতার মুনতাজুল ইসলাম, এছাড়াও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আব্দুর জাহের, মাহফুজুর রহমান খান,তোফাজ্জল হোসেন, শাকিল উজ্জামান, যুব নেতা মনজুর মোর্শেদ মামুন, নুরুল করিম শাকিল, শাকিল আহমেদ তিয়াস,আব্দুর রহিম, শ্রমিক নেতা আব্দুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান, ছাত্র নেতা নেওয়াজ খান বাপ্পি প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের আইটি ফার্ম সফটনার্সারির সঙ্গে যুক্ত হলো ওয়াশিংটন ডিসি সরকার

সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনার দেশত্যাগে নিষেধাজ্ঞা

উপদেষ্টা প্যানেলে আওয়ামী দোসরদের পুনর্বাসন করা হচ্ছে : আবু হানিফ

তারেক রহমানের জন্মদিনের অনুষ্ঠান করবে না বিএনপি

ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মাহি, সম্পাদক মোতাহার

বাইডেনকে ইস্তফা দিয়ে কমলাকে প্রেসিডেন্ট করার প্রস্তাব আমেরিকায়