বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

জবি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সচিবালয়ের সামনে উপদেষ্টা নাহিদ

আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে সচিবালয়ের সামনে গিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। 

সোমবার (১১ নভেম্বর) বিকেল ৩টার দিকে সেখানে উপস্থিত হন তিনি। 

নাহিদ বলেন, আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে, জুলাই বিপ্লবের অগ্রসৈনিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখনো রাস্তপথে থাকতে হচ্ছে। অবশ্যই এটা আমাদের ব্যর্থতা, রাজপথ থেকে কেন ন্যায্য দাবি আদায় করতে হয়। আমি আন্তরিকভাবে আহ্বান জানাব যে জবির কর্তৃপক্ষের দায়িত্ব ছিল শিক্ষার্থীদের সকল দাবি-দাওয়া দ্রুত বাস্তবায়ন করিয়ে নেওয়া। 

তিনি বলেন, জবির শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি তাদের দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে। এই বিষয়ে আমাদের একনেক মিটিংয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি জবির নতুন ক্যাম্পাসে যে জমি বরাদ্দ দেওয়া হয়েছে তার যেন এক ইঞ্চিও কম না হয়।

এর আগে সকাল সাড়ে ১১টায় জবি ক্যাম্পাস থেকে সাধারণ শিক্ষার্থীরা গণপদযাত্রা সহকারে সচিবালয়ের অদূরে শিক্ষা ভবনের সামনে গিয়ে অবস্থান নেন। এরপর দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের ১ নম্বর গেটে অবস্থান নেন। সেসময় সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়। 

সচিবালয়ের সামনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, আমরা ভেবেছিলাম শিক্ষা ভবনের সামনে সংশ্লিষ্ট কেউ এসে আমাদের সঙ্গে কথা বলবেন। সেটা না হওয়ায় আমরা সচিবালয়ের সামনে এসেছি। শিক্ষাভবন থেকে সচিবালয়ের দিকে আসার সময় বিদ্যুৎ ভবনের সামনে পুলিশ বাধা দিয়েছে বলেও জানান তারা। 

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- স্বৈরাচার সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ প্রকল্প পরিচালককে আইনের আওতায় আনা এবং সাত দিনের মধ্যে প্রজেক্ট ডিরেক্টর হিসেবে সেনাবাহিনীর দক্ষ অফিসার নিয়োগ, সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর এবং হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সুস্পষ্ট রূপরেখা (অগ্রাধিকার ভিত্তিতে হল) এবং অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা নিতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার আমলে করা সকল অনৈতিক চুক্তি বাতিল করতে হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের আইটি ফার্ম সফটনার্সারির সঙ্গে যুক্ত হলো ওয়াশিংটন ডিসি সরকার

সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনার দেশত্যাগে নিষেধাজ্ঞা

উপদেষ্টা প্যানেলে আওয়ামী দোসরদের পুনর্বাসন করা হচ্ছে : আবু হানিফ

তারেক রহমানের জন্মদিনের অনুষ্ঠান করবে না বিএনপি

ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মাহি, সম্পাদক মোতাহার

বাইডেনকে ইস্তফা দিয়ে কমলাকে প্রেসিডেন্ট করার প্রস্তাব আমেরিকায়